Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী কী সেবা পাবেন

১। গভীর নলকুপ স্থাপন, বিদ্যুৎতায়ন এবং আবাদযোগ্য জমি সচে সুবিধার আওতায় আনা।

২। সেচের পানি সুষ্ঠু ব্যবহার ও সেচ এলাকা বৃদ্ধিকল্পে পানি বিতরণ ব্যবস্থা নির্মাণ।

৩। স্থাপিত গভীর নলকুপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবক্ষেণ।

৪। গভীর নলকুপসমূহে কুপন ডিলার ও খন্ডকালীন অপারেটর নিয়োগের মাধ্যমে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

৫। সেচ সংক্রান্ত যাবতীয় সমস্যা যথাসম্ভব সমাধান ও ফসলের বহুমুখীকরণসহ র্কৃষি উৎপাদন বৃদ্ধি করা।

৬। ভূগর্ভস্থ পানির উৎসবৃদ্ধির জন্য খাল ও খাস মজা পুকুর পূণ:খনন করা, খননকৃত কালে ক্রসড্যাম নির্মাণ করে খালে পানি ধারণকৃত পানি দ্বারা সম্পূরক সেচ প্রদান এবং মৎস্য চাষ করা।

৭। কৃষি ফসল বাজারজাতকরণ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য গ্রামীণ সড়ক পাকাকরণ।

৮। প্রাকৃতিক ভারসাম্য আনয়ন ওমরু প্রক্রিয়া রোধকল্পে সরকারী রাস্তার ধারে ও খননকৃত খালের ধারে ব্যপক বনায়ন ও নার্সারী সম্প্রসারণ।

৯। নার্সরীতে ফলজ, বনজ ও ঔধুধি চারা উৎপাদন, রোপন ও বিক্রয় করা।

১০। কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন ও বিক্রয় করা।

১১। দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষে কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্ট করা ও দারিদ্র বিমোচনে সহযোগিতা করা।